পিকেকে গেরিলাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুরস্কে ৮শ আটক

পিকেকে গেরিলাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুরস্কে ৮শ আটক

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

তুরস্কে দেশজুড়ে অভিযান চালিয়ে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা ‘পিকেকে’ গেরিলাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮শ’ ব্যক্তিকে আটক করেছে সে দেশের পুলিশ।

পুলিশের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘আনাদোলু’ জানিয়েছে, ৩৭টি প্রদেশে পুলিশের বিশেষ অভিযানে ওইসব ব্যক্তিদের আটক করা হয়েছে। অভিযানে দুটি কালাশনিকভ রাইফেল, ১৫টি বন্দুকসহ প্রচুর গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

সংবাদ সংস্থাটি আরো জানায়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চালানো ও রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ আনা হতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পিকেকে গেরিলা দেশের বিভিন্ন অঞ্চলে সেনা ও পুলিশকে লক্ষ্য করে কয়েকটি সন্ত্রাসী হামলা চালানোর পর, ওই গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সরকার।