নাপোলিকে হারিয়ে শেষ আটের পথে রিয়াল

নাপোলিকে হারিয়ে শেষ আটের পথে রিয়াল

শেয়ার করুন

casemiro-real-madrid-napoli_1kyq6t940xlal15h7o77zi062gস্পোর্টস ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের পথে এক ধাপ এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে তারা ৩-১ গোলে হারিয়েছে নাপোলিকে। দিনের অন্য ম্যাচে আর্সেনালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ।

আগের ম্যাচে পিএসজির কাছে বড় ব্যবধানে হেরে যায় বার্সা। তাই দর্শকদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিল রিয়াল-নাপোলি ম্যাচ। সবার কৌতূহল। কি হবে খেলার ফলাফল?

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে ৭ মিনিটে পিছিয়ে পড়ে সেই শঙ্কা বেড়ে যায় রিয়াল সমর্থকদের। এসময় ইনসিনিয়ের গোলে লিড পায় নাপোলি। অবশ্য সমতায় ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ১৭ মিনিটে করিম বেনজামার অসাধারণ গোলে সমতায় ফেরে তারা।

বিরতির পর আরও আক্রমণের ধার বাড়াতে থাকে রিয়াল। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস।  এর ৬ মিনিট পর কাসেমিরোর গোলে ব্যবধান আরও বড় করে রিয়াল। এরপর আর কোন দল গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।

অপর ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে কোন পাত্তাই পায়নি আর্সেনাল। আরিয়েন রবেনের গোলে ১১ মিনিটে লিড নেন বায়ার্ন।  প্রথমার্ধেই ম্যাচে সমতায় ফেরে আর্সেনাল। ৩০ মিনিটে দলকে গোল উপহার দেন আলেক্সিস সানচেস। বিরতির পর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জার্মান জায়ান্টরা। ৫৩ মিনিটে লেভানদোভস্কির কল্যাণে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।  এরপর টানা দুই গোল করেন আলকান্তারা।

আর খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে আর্সেনালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মুলার।