মেক্সিকোতে শক্তিশালী ভুমিকম্পের আঘাত, নিহত দুই শতাধিক

মেক্সিকোতে শক্তিশালী ভুমিকম্পের আঘাত, নিহত দুই শতাধিক

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী মেক্সিকো সিটিসহ বিভিন্ন শহরে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। এ পর্যন্ত ২০০ জনের বেশী মানুষের  প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে কয়েক শত মানুষ।

মাত্র কিছু দিন আগে মেক্সিকোতে আঘাত হানে একটি ভুমিকম্প। এর রেশ কাটতে না কাটতেই আবারও কেপে উঠে মেক্সিকো। রাজধানী মেক্সিকো সিটিসহ বিভিন্ন শহরে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছে বহু মানুষ। বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বেশ কয়েকটি এলাকার।
_97873188_041834487মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো, মধ্যাঞ্চলীয় রাজ্য ‌পুয়েবালার রাজধানী শহরের..৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পের পরপরই, বহু মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো জানিয়েছেন, মেক্সিকো সিটিতে অন্তত ২৭টি ভবন বিধ্বস্ত হয়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন উদ্ধারকারী সংস্থা। সময়ের সাথে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে আহত মানুষের ভীড়।
_97874500_041837640মেক্সিকো সিটির প্রধান বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সড়ক ও ট্রেন যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শক্তিশালী এক ভূমিকম্পে ১০ হাজার মানুষের প্রাণহানির ৩২ বছর পূর্তির দিনে মেক্সিকো সিটিতে মহড়া চলাকালে এই ভূমিকম্প আঘাত হানে। চলতি  মাসের শুরুর দিকে, মেক্সিকোতে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত ৯০ জনের মৃত্যু হয়।