মিয়ানমার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে না যুক্তরাজ্য

মিয়ানমার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে না যুক্তরাজ্য

শেয়ার করুন

TELEMMGLPICT000140443776_trans_NvBQzQNjv4BqpVlberWd9EgFPZtcLiMQfyf2A9a6I9YchsjMeADBa08বিশ্বসংবাদ ডেস্ক :

রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সহিংসতা চালানোর কারণে মিয়ানমার সামরিক বাহিনীকে কোনো প্রশিক্ষণ দেবে না যুক্তরাজ্য।

ব্রিটিশ সরকার জানায়, মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে  একটি প্রশিক্ষণ কর্মসূচি তারা স্থগিত করেছে । প্রতিবছর তিন লাখ পাউন্ড খরচ করে তারা ওই প্রশিক্ষণ চালিয়ে আসছিলো।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেন, রাখাইন রাজ্যে অব্যাহত সহিংসতাকে কেন্দ্র করে সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো বলেন, মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্রিটেন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই সঙ্কটের গ্রহণযোগ্য কোনো সমাধান না হওয়া পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনীকে প্রশিক্ষণ কর্মসূচি বন্ধ রাখবে ব্রিটেন।