মেসির ট্রিপল সেঞ্চুরি!

মেসির ট্রিপল সেঞ্চুরি!

শেয়ার করুন

BARCELONA, SPAIN - SEPTEMBER 19:  Lionel Messi of FC Barcelona competes for the ball with four Eibar players during the La Liga match between Barcelona and SD Eibar at Camp Nou on September 19, 2017 in Barcelona, Spain.  (Photo by David Ramos/Getty Images)
স্পোর্টস ডেস্ক :

লিওনেল মেসি আর রেকর্ড যেন পাশাপাশি হাত ধরেই হাঁটে। লা লিগায় এইবার-এর বিপক্ষে মেসি করেছেন ৪ গোল। দুর্দান্ত পারফরমেন্সের এমন দিনে দারুণ এক মাইলফলকও স্পর্শ করেছেন এই আর্জেন্টিনা মহাতারকা। ন্যু ক্যাম্পে করেছেন গোলের ট্রিপল সেঞ্চুরি।

নেইমারের বার্সেলোনা ছাড়ার পর ভাবা হচ্ছিল, কাতালান ক্লাবটির আক্রমণভাগ দুর্বল হয়ে পড়বে।কিন্তু সেটা কতটা হয়েছে? কিংবা আদৌ হয়েছে কি? কারণ নেইমারের অভাব শুরুতে বার্সা কিছুটা অনুভব যে করেছে তা বলতেই হবে।

gerard-deulofeu-lionel-messi-barcelona_1o8a0pjpugtm11vuoqjc94i2l8অবশ্য কারো অভাব পুরনে সময় কম লাগে আবার কারো অভাব কখনো পুরণ হয়না। তবে, মেসি নামের ফুটবল যাদুকরে, নেইমারের অভাব ভুলে গেছে বার্সা। অপ্রতিরোধ্য মেসি এখন আরো ভয়ঙ্কর। বার্সার প্রাণ ভোমরার যাদুতে মুগ্ধ শুধু দর্শকরা নয়, প্রতিপক্ষও বটে।

এইবার-এর বিপক্ষে বার্সেলোনাকে এগিয়ে দেওয়া মেসি ৫৯ ও ৬২ মিনিটের গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন। তাতে পূর্ণ হয় ন্যু-ক্যাম্পে মেসির ৩০০ গোল। আর মাইলফলক এলএম টেন-এর
skysports-leo-messi-lionel-messi-barcelona_4105513
মাইলফলক গড়ে আটকে থাকনেনি মেসি। ম্যাচের শেষভাগে আরেকটি গোলে সংখ্যাকে সমৃদ্ধ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। চলতি মৌসুমে লা লিগায় এটি তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৯ গোল করেছেন মেসি।

সবমিলিয়ে মেসির ক্যারিয়ারে ৪৩তম হ্যাটট্রিক। বার্সার জার্সিতে ৩৯টি এবং আর্জেন্টিনার হয়ে চারটি। অবশ্য লা লিগায় এটি মেসির ২৮তম। যদিও এই লিগে মেসির চেয়ে বেশি হ্যাটট্রিক করেছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর সংখ্যা ৩২।