২৬৩ কি.মি. বেগে অস্ট্রেলিয়ার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডেবি’

২৬৩ কি.মি. বেগে অস্ট্রেলিয়ার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডেবি’

শেয়ার করুন

_95350471_debbiestormবিশ্বসংবাদ ডেস্ক :

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে ঘণ্টায় ২৬৩ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ডেবি’। এতে স্থানীয় প্রায় ২৫ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

কুইন্সল্যান্ডের পুলিশ  জানায় ক্যাটাগরি চার মাত্রার এ প্রলয়ঙ্করী ঝড়টি প্রায় ২৩ হাজার ঘরবাড়ি ধ্বংস করেছে। আঘাত হানার পর ঝড়টি বোয়েন ও এয়ারলি সৈকতের মাঝে একটি তটরেখা তৈরি করেছে।

_95348660_cyclonelatestএর আগে অস্ট্রেলীয় সরকার ও আবহাওয়া বিভাগের পক্ষ থেকে ধেয়ে আসা এই ঝড়ের ব্যাপারে সতর্কতা জারি করেছিলো। সেসময় কুইন্সল্যান্ডের প্রিমিয়ার অ্যানাসতেসিয়া প্যালাস্কজুক জানান, এটি দেশটিতে ২০১১ সালে আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘ইয়াসি’র চেয়েও ভয়ঙ্কর হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেছিলেন, সময় যত গড়াচ্ছে মানুষের নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ ততোই কমছে। স্থানীয়দের উদ্দেশ্যে তিনি অনুরোধমূলক সতর্ক বার্তা দিয়েছিলেন।