একনেকে ৩টি সংশোধিতসহ ১২ টি নতুন প্রকল্প অনুমোদন

একনেকে ৩টি সংশোধিতসহ ১২ টি নতুন প্রকল্প অনুমোদন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক বৈঠকে ৩টি সংশোধিতসহ ১২ টি নতুন প্রকল্প অনুমোদিত হয়েছে।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনকেরে সভা অনুষ্ঠিত হয়।

অনুমোদিত ১২টি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ১৪৭ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার যোগান দেবে ছয় হাজার ২৮০ কোটি টাকা। এছাড়া প্রকল্প সাহায্য হিসেবে বিদেশি অনুদান পাওয়া যাবে তিন হাজার ৬৩১ কোটি ৩৪ লাখ এবং বিভিন্ন সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা।

একক প্রকল্প হিসেবে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে, দুই হাজার ৬০০ কোটি ৪৮ লাখ টাকা ।