হারিকেন মাইকেলের আঘাতে লণ্ডভণ্ড ফ্লোরিডা

হারিকেন মাইকেলের আঘাতে লণ্ডভণ্ড ফ্লোরিডা

শেয়ার করুন

_103807488_049891137-1বিশ্বসংবাদ ডেস্ক :

ফ্লোরিডার উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় শক্তিশালী ঘূর্ণিঝড় মাইকেল। এসময় গাছের নিচে চাপা পড়ে ১ শিশুসহ ২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বুধবার বিকেলে, ক্যাটাগরি-৪ মাত্রার ঝড়টি মেক্সিকো উপসাগরে আঘাত হানে। এসময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ২৫০ কিলোমিটার। হারিকেন মাইকেলে প্রভাবে ফ্লোরিডার উপকূলীয় এলাকায় তীব্র বাতাস, প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধ্বস দেখা দেয়। ওই এলাকার বহু বাড়িঘর ও রাস্তাঘাট বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। উপড়ে পড়েছে শত শত গাছপালা ও বিদ্যুতের খুঁটি।

এসময় ঝড়ের তাণ্ডবে ফ্লোরিডা, আলাবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যের প্রায় ৫ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েন। তবে আঘাত হানার পর স্থানীয় সময় সন্ধ্যা ৮টার দিকে হারিকেন মাইকেলে দুর্বল হয়ে ক্যাটাগরি-১ এ পরিণত হয়। পরবর্তীতে ঝড়টি ৩০ মাইল গতিবেগে জর্জিয়ার দক্ষিনপশ্চিমাঞ্চল থেকে আটলান্টিকের দিকে ধেয়ে যাচ্ছে। এদিকে হারিকেন মাইকেল ঝড়টি বিগত ১শ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে জানিয়েছেন ফ্লোরিডার গভর্নর রিক স্কট।