প্রীতি ম্যাচে রাতে মাঠে নামছে ফ্রান্স, আর্জেন্টিনা ও স্পেন

প্রীতি ম্যাচে রাতে মাঠে নামছে ফ্রান্স, আর্জেন্টিনা ও স্পেন

শেয়ার করুন

Copy of Argentina fans--621x414স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং স্পেন। রাত ১২টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ ইরাক। আর রাত পৌনে ১টায় স্পেন খেলবে ওয়েলসের বিপক্ষে। রাত ১টায় আইসল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স।

রাশিয়া বিশ্বকাপের পর ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনির অধিনে মেসিকে ছাড়াই দুটো প্রীতি ফুটবল ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। দলের প্রানভোমরা মেসি না থাকলেও তরুন দল নিয়ে গুয়েতেমালার বিপক্ষে ৩-০ গোলের জয় পায় আলবিসেলেস্তেরা। তবে দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ভালো পারফর্ম করতে পারেনি স্কালোনির দল। গোলশুন্য ড্র করে আর্জেন্টিনা। এবারও মেসি, হিগুয়েন, ডি মারিয়া ও আগুয়েরোদের ছাড়া সৌদি আরবের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে ইরাকের বিপক্ষে খেলবে।

ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন গঞ্জালো মার্টিনেজ, পাভন, আর্মানিরা। এছাড়া আসন্ন  ব্রাজিলের বিপক্ষে ম্যাচের কথা মাথায় রেখে ওটামেন্ডি, পেজ্জেলাকে বিশ্রামে রেখেছেন কোচ।  ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে এই ম্যাচকে গুরুত্বপুর্ন বলছেন আর্জেন্টাইন কোচ।

এদিকে, তরুন দল নিয়ে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে ইরাকও। ১৯৮৪ সালের মার্লন কাপের পর এই প্রথম সাক্ষাত দু-দলের।