স্ত্রীকে ফার্স্ট লেডি করার পরিকল্পনা বাদ দিচ্ছেন ম্যাঁখো

স্ত্রীকে ফার্স্ট লেডি করার পরিকল্পনা বাদ দিচ্ছেন ম্যাঁখো

শেয়ার করুন

_97258763_reutersmacronবিশ্বসংবাদ ডেস্ক :

স্ত্রী ব্রিজিতকে ফার্স্ট লেডি করার পরিকল্পনা বাদ দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নির্বাচনী প্রচারণার সময় তিনি স্ত্রীকে সত্যিকারের মর্যাদা দেয়ার কথা বলেছিলেন। তবে দেশটির সংবিধানে সরকারিভাবে প্রেসিডেন্টের স্ত্রীকে কোনো মর্যাদা দেয়া হয়নি।

ফ্রান্সে পার্লামেন্টের এমপিরা তাদের আত্মীয়-স্বজনকে চাকরি দিতে পারেন না। সংখ্যাগরিষ্ঠতা থাকায় ম্যাক্রন সংবিধান সংস্কারের চিন্তা করেন। তিনি বলেন, তার স্ত্রী ফার্স্ট লেডির মর্যাদা পেলেও কোনো বেতন ভাতা পাবেন না।

এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। অনলাইনে স্ত্রীকে ফার্স্ট লেডি না করার জন্য আবেদন জানানো হয়েছে প্রেসিডেন্টের প্রতি। আর এতে ইতোমধ্যে স্বাক্ষর করেছেন প্রায় তিন লাখ নাগরিক। তাদের অভিযোগ, ম্যাক্রোঁ ফ্রান্সকে আমেরিকাইজেশন করার চেষ্টা করছেন।