দুবাই ও বাহরাইনে প্রবেশের অনুমতি পেল কাতার এয়ারওয়েজ

দুবাই ও বাহরাইনে প্রবেশের অনুমতি পেল কাতার এয়ারওয়েজ

শেয়ার করুন

7bcd45d57b594183932c99768660f401_18বিশ্বসংবাদ ডেস্ক :

দুই মাস অচলাবস্থার পর সংকটময় কাতার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখন থেকে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের নিয়ন্ত্রনাধীন আকাশসীমায় প্রবেশ করতে পারবে কাতার এয়ারওয়েজের ফ্লাইট।

মন্ট্রিলভিত্তিক আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা-আইসিএও মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। ফলে কাতারের সবচেয়ে ব্যবসা সফল সংস্থা কাতার এয়ারওয়েজের ফ্লাইট নতুন রুটে চলাচলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কিছুটা উঠে গেল।

তবে এখনো সৌদি আরব এবং মিশর এই নিষেধাজ্ঞা না তোলায় আর্থিক ক্ষতির মুখেই থাকতে হবে কাতার এয়ারওয়েজকে। তবে এ দুটি দেশের সঙ্গে পরিস্থিতি উন্নয়নে আরো আন্তরিক হতে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাকে অনুরোধ করেছে কাতার।

সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে গত ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে সৌদি নেতৃত্বাধীন ৮টি দেশ। সবধরণের সহযোগিতা বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়েন কাতারে অবস্থানরত আড়াই কোটি মানুষ। যাদের নব্বই ভাগই বিদেশী নাগরিক।