সৌদি যুবরাজ মোহম্মদ বিন সালমানের মৃত্যুর গুজব

সৌদি যুবরাজ মোহম্মদ বিন সালমানের মৃত্যুর গুজব

শেয়ার করুন

dt004996বিশ্বসংবাদ ডেস্ক :

প্রায় এক মাস হতে চলল সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কোনো দেখা নেই। সালমানকে হত্যা করা হয়েছে কি-না ছড়িয়ে পড়েছে এমন গুজব।

ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক নিউজ বলছে, গত মাসের একটি অভ্যুত্থানচেষ্টায় যুবরাজকে সম্ভবত হত্যা করা হয়েছে। গত ২১ এপ্রিল ওই অভ্যুত্থান ঘটানোর চেষ্টা হয়েছিল।

সৌদি রাজপ্রাসাদের কাছে প্রচণ্ড গোলাগুলির সেই খবর বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিল। বলা হচ্ছে, সেদিনই তাকে দুটি গুলি করা হয়েছিল এবং তাতে তার মৃত্যু হয়। এর পর থেকেই তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।

ইরানের আরেক সংবাদমাধ্যম প্রেস টিভি বলছে, এপ্রিলের ওই ঘটনার পর থেকে সৌদি যুবরাজের নতুন কোনো আলোকচিত্র বা ভিডিও প্রকাশিত হয়নি। এমনকি এপ্রিলের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর রিয়াদ সফরের সময়ও দেখা যায়নি যুবরাজ মোহাম্মদকে। ফলে সন্দেহের মাত্রাটা বেড়েছে বৈ কমেনি।