হ্যারি-মেগানের বিয়েতে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়েছে বৃটিশ রাজপরিবার

হ্যারি-মেগানের বিয়েতে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়েছে বৃটিশ রাজপরিবার

শেয়ার করুন

Prince-Harry-Meghan-Markle-Wedding-Picturesবিশ্বসংবাদ ডেস্ক :

উইন্ডসরে প্রিন্স হ্যারি-মেগান মার্কলের বিয়েতে অংশগ্রহণের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছে বৃটিশ রাজপরিবার।

বিবিসি জানায়, গতকাল উইন্ডসর ক্যাসেলের মাঠ থেকে এই রাজকীয় বিয়ে সরাসরি দেখেন ১ হাজার ২০০ সাধারণ মানুষ। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টেলিভিশনের পর্দায় চোখ রাখেন কোটি কোটি মানুষ।

উইন্ডসর ক্যাসেলের কাছে ফ্রগমোর হাউসে নৈশভোজ আর আতশবাজির ফোয়ারার মধ্য দিয়ে শেষ হয় রাজকীয় উৎসব। প্রিন্স চার্লসের দেয়া এই অনুষ্ঠানে নবদম্পতিদের অন্তত ২শ বন্ধু-বান্ধব এবং নিকট আত্মীয় উপস্থিত ছিলেন। তবে শিগগিরই মধুচন্দ্রিমাতে যাচ্ছেন না এই রাজপুত্র-রাজবধু।

মার্কিন অভিনেত্রী মেগানের সঙ্গে ২০১৭ সালের নভেম্বরে বাগদান হয় প্রিন্সেস ডায়নার ছোট ছেলে ও ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী প্রিন্স হ্যারির। মেগান মার্কেল যুক্তরাষ্ট্রে সাধারণভাবে বেড়ে ওঠা এক মেয়ে।

গত ১৬ মাস ধরে চলছে হ্যারি ও মেগান জুটির প্রেমপর্ব। মেগান খাঁটি শ্বেতাঙ্গিনী না হওয়ায় প্রথমে বৃটিশ রাজপরিবারের একটু আপত্তি থাকলেও শেষমেষ জয় হয় প্রেমেরই।