সৌদি আরবের কাছে কয়েকশত ক্ষেপণাস্ত্র বিক্রির পরিকল্পনা বাতিল করেছে স্পেন

সৌদি আরবের কাছে কয়েকশত ক্ষেপণাস্ত্র বিক্রির পরিকল্পনা বাতিল করেছে স্পেন

শেয়ার করুন

f5a77979658345358afe7046def3d20f_18বিশ্বসংবাদ ডেস্ক :

সৌদি আরবের কাছে কয়েকশত ক্ষেপণাস্ত্র বিক্রির পরিকল্পনা বাতিল করেছে স্পেন। ইয়েমেন যুদ্ধে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তা ব্যবহার করা হতে পারে এ ধরণের উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বার্তা সংস্থা ক্যডেনা সের জানায় ৪শ’ লেসার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বিক্রির জন্য ২০১৫ সালে সৌদি আরবের সঙ্গে হওয়া চুক্তি বাতিল করেছে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চুক্তি অনুযায়ী সৌদি আরব থেকে ইতিমধ্যে গ্রহণ করা ১০ মিলিয়ন ডলার সৌদি আরবকে ফেরত দেয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র খবরটির সত্যতা নিশ্চিত করলেও এই ব্যপারে বিস্তারিত কিছু জানান নি। গত মাসে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন ধরণের অস্ত্র কখনো বিক্রি করে নি স্পেন। এ ছাড়া ইয়েমেনে বেসামরিক নাগরিকদের হত্যার নিন্দা জানায় দেশটি।