ঠাকুরগাঁওয়ে পাওয়া গেল বিরল প্রজাতির একটি নীল গাই

ঠাকুরগাঁওয়ে পাওয়া গেল বিরল প্রজাতির একটি নীল গাই

শেয়ার করুন

নীল-গাইঠাকুরগাঁও প্রতিনিধি :

বিরল প্রজাতির একটি নীল গাই ধরা পরেছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার যদুয়ার গ্রামে। মঙ্গলবার বিকেলে, যদুয়ার কুলিক নদীতে কয়েক জন জেলে মাছ ধরতে গিয়ে ওই নীল গাইটি আটক করে ।

খবর ছড়িয়ে পড়লে উৎসুক গ্রামবাসী নীল গাইটি দেখতে সেখানে ভিড় জমায়। স্থানীয় বয়োজ্যেষ্ঠরা হরিণ আর গরুর মাঝামাঝি দেখতে প্রাণীটিকে নীলগাই বলে শনাক্ত করেন।

রানীশংকৈল উপজেলা বন কর্মকর্তা শাহাজাহন আলী জানান, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের মাঠে-ঘাটে একসময় নীল গাইয়ের দেখা মিলত। ধরা পড়া  নীলগাইটির উচ্চতা সাড়ে তিন ফুট। আর দেহের দৈর্ঘ্য পাঁচ ফুট। এটি একটি স্ত্রী নীলগাই। তবে নীলগাইটি কোথা থেকে এসেছে, তা এখনো জানা যায়নি।

রাতেই দিনাজপুর সামাজিক বন বিভাগের মাধ্যমে রাম সাগড় পার্কে অবমুক্ত করার জন্য পাঠানো হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন।