সৌদির কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদির কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন
ছবি- রয়টার্স।
ছবি- রয়টার্স।

এটিএন টাইমস ডেস্ক:

সৌদি আরবের কাছে এক হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এব্যাপারে দেশ দুটি চুক্তির দ্বারপ্রান্তে বলে জানিয়েছে হোয়াউট হাউস।হোয়াইট হাউসের এক মুখপাত্র শুক্রবার বলেন, সৌদি আরবের সঙ্গে সিরিজ অস্ত্র চুক্তির শর্তাবলী চূড়ান্ত করেছেন তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সৌদি আরব সফরের সময়, ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে এ সংক্রান্ত চুক্তিগুলো সম্পাদিত হবে। এই চুক্তির আওতায়, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সমুদ্র উপকূলে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সৌদি আরবকে সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের সামরিক উপকরণের প্রধান সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র।

এফ-ফিফটিন যুদ্ধবিমান থেকে শুরু করে সেনাবাহিনীতে ব্যবহৃত কমান্ড ও কন্ট্রোল সিস্টেমও যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করে থাকে রিয়াদ। দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে, চলতি মাসের ১৯ মে সৌদি আরব যাচ্ছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই এই সফরের লক্ষ্য।