স্বাস্থ্য রিপোর্ট প্রকাশের পর স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত!

স্বাস্থ্য রিপোর্ট প্রকাশের পর স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ভেনিজুয়েলায় প্রথমবারের মতো সরকারি স্বাস্থ্য রিপোর্ট প্রকাশের পর স্বাস্থ্যমন্ত্রী অ্যান্টোনিয়েটা ক্যাপোরেলকে বরখাস্ত করা হয়েছে। রিপোর্টে শিশু ও মাতৃমৃত্যুর হার অস্বাভাবিকভাবে বড়তে থাকায় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস ম্যাডিরো দেখে এ সিদ্ধান্ত নেন।

ভাইস প্রেসিডেন্ট ট্যারেক এল আইসামি বৃহস্পতিবার রাতে টুইটারে নতুন স্বাস্থ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন। সম্প্রতি প্রকাশিত স্বাস্থ্য রিপোর্টে বলা হয় ২০১‌৬ সালে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪০ হাজার, যা আগের বছরের তুলনায় ৭৬ শতাংশ বেশী।

মাতৃত্বকালীণ মৃত্যুহার বেড়েছে ৬৬ শতাংশ আর শিশুমৃত্যুর হার ৩০ শতাংশ। এ পরিস্থিতির জন্য স্বাস্থ্যমন্ত্রীর ব্যার্থতা দায়ি উল্লেখ করে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট।