সিরিয়া যুদ্ধে প্রথমবারের মত তুর্কি সেনার মৃত্যু

সিরিয়া যুদ্ধে প্রথমবারের মত তুর্কি সেনার মৃত্যু

শেয়ার করুন

_90951066_mediaitem90951065

বিশ্বসংবাদ ডেস্ক :

সিরিয়ার উত্তরাঞ্চলীয় জারাবলুস শহরে রকেট হামলায় একজন তুর্কি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে, কুর্দিশ ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি –‘পিওয়াইডি’ নিয়ন্ত্রিত এলাকা থেকে শনিবার কয়েকটি রকেট ছোড়া হলে, হতাহতের এই ঘটনা ঘটে। অন্যদিকে কুর্দি বিদ্রোহীদের দাবি, তাদের হামলায় তিনটি তুর্কি ট্যাংক ধ্বংস হয়েছে।

এর আগে গত বুধবার থেকে সিরিয়ায় আইএস ও কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে আঙ্কারা। পরে সেখানে শতাধিক ট্যাংক পাঠানো হয়েছে। তুরস্ক হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিরিয় সীমান্ত থেকে যতক্ষণ পর্যন্ত ‘সন্ত্রাসী’ হুমকি দূর না হবে, ততক্ষণ অভিযান চলবে।

তবে অভিযান শুরুর পর এই প্রথমবার সিরিয়ায় কোনও তুর্কি সেনার প্রাণহানি ঘটলো। পিওয়াইডি রাজনৈতিকভাবে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ‘পিকেকে’র সহযোগী সংগঠন। তুরস্কে পিকেকে ও তার সহযোগী সংগঠন নিষিদ্ধ।