অবৈধ অভিবাসীদের পরীক্ষার ব্যবস্থা চালু করা হবে: ট্রাম্প

অবৈধ অভিবাসীদের পরীক্ষার ব্যবস্থা চালু করা হবে: ট্রাম্প

শেয়ার করুন

 

বিশ্বসংবাদ ডেস্ক :

অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণে তাদের গতিবিধি পরীক্ষার ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনকে সামনে রেখে, অবৈধ অভিবাসীদের ব্যাপারে নিজের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরতেই এই ঘোষণা দেন ট্রাম্প।

শনিবার ‘আইওয়া’ রাজ্যে নির্বাচনী প্রচারসভায় ট্রাম্প বলেন, তিনি নির্বাচিত হলে অভিবাসীদের জন্য ‘এন্ট্রি-এক্সিট’ ব্যবস্থা চালু করবেন; যাতে করে তাদের দেশে প্রবেশ করা কোনও ব্যক্তির ভিসার মেয়াদ শেষে অবস্থানের বিষয়টি কর্তৃপক্ষ জানতে পারবে। এছাড়া অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকোর সঙ্গে সীমান্ত এলাকায় প্রাচীর নির্মাণ করার বিষয়েও সমর্থন দেবেন তিনি।

এর আগে গত সপ্তাহে অবৈধ অভিবাসীদের ব্যাপারে কিছুটা নমনীয় মনোভাব প্রকাশ করেছিলেন ট্রাম্প। তখন এক প্রচারসভায় ট্রাম্প বলেছিলেন, তাদের দেশে ১১ মিলিয়ন অবৈধ অভিবাসী বসবাস করেন। তবে এদের মধ্যে কেবল অপরাধীদেরকেই দেশ ছাড়তে হবে।