সম্পত্তি ফিরিয়ে না দিলে যুক্তরাষ্ট্রকে উচিত জবাব দেবে রাশিয়া

সম্পত্তি ফিরিয়ে না দিলে যুক্তরাষ্ট্রকে উচিত জবাব দেবে রাশিয়া

শেয়ার করুন

104481644-GettyImages-681757334.1910x1000বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাধ্যবাধকতা না মানলে তাদেরকে উচিত শিক্ষা দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনির সঙ্গে বৈঠক শেষে তিনি এই হুঁশিয়ারি দেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে বারাক ওবামা রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা, কয়েকজন কূটনীতিক বহিষ্কার ও সম্পত্তি বাজেয়াপ্ত করেন। যুক্তরাষ্ট্র যদি জব্দকৃত সম্পত্তি ফিরিয়ে না দেয়, তাহলে রাশিয়া এর উচিত জবাব দেবে বলে সতর্ক করেন ল্যাভরভ।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসনের পক্ষে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিতিমালার প্রতি শ্রদ্ধা রাখবে বলেই তাদের প্রত্যাশা। যদি তা না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে রাশিয়া। তবে সেই কঠোর পদক্ষেপ কি হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের কোন জবাব দেননি রুশ পররাষ্ট্রমন্ত্রী।