শ্রীলংকার প্রেসিডেন্টের সফরে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক!

শ্রীলংকার প্রেসিডেন্টের সফরে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার প্রথম বাংলাদেশ সফরকালে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, তিন দিনের রাষ্ট্রীয় সফরে ১৩ জুলাই থেকে ১৫ জুলাই শ্রীলংকার প্রেসিডেন্ট বাংলাদেশে অবস্থান করবেন। এসময় তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অংশ নেবেন।

বৈঠক শেষে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে কৃষি ক্ষেত্রে সহযোগিতা, উচ্চশিক্ষা, উপকূলীয় জাহাজ চলাচলসহ বিভিন্ন বিষয়ে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক স্মাক্ষরিত হবে। বর্তমানে দেশটির সঙ্গে ৮০ মিলিয়ন ডলারের বানিজ্য রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।