সন্ত্রাসবাদ প্রশ্নে পাকিস্তানের পক্ষে কথা বলল চীন

সন্ত্রাসবাদ প্রশ্নে পাকিস্তানের পক্ষে কথা বলল চীন

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

শেষ পর্যন্ত পাকিস্তানের পক্ষেই কথা বলছে চীন। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে অনেক মূল্য দিতে হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য তাদের আন্তর্জাতিকভাবে সম্মান জানানো উচিত।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং রোববার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান। তিনি বলেন, সন্ত্রাসবাদকে বিশেষ কোনো দেশ বা জাতির সঙ্গে জুড়িয়ে দিতে চায় না চীন। ভারত ও পাকিস্তানের ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন মনে করে, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই উভয় দেশের বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব।

এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, সন্ত্রাস দমনের জন্য এর শিকড় কোথায় তা খুঁজে বের করতে হবে। তার কথাতেই স্পষ্ট, সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানকে আলাদাভাবে কোণঠাসা করতে চায় না চীন।

সন্ত্রাসবাদ প্রশ্নে পাকিস্তানকে একঘরে করার কৌশল নিয়েছে ভারত। সেই সময়ে ইসলামাবাদ সম্পর্কে বেইজিংয়ের এই ব্যাখ্যা মোদি সরকারের জন্য বড় কূটনৈতিক ধাক্কা বলে ধারণা করছেন বিশ্লেষকরা।