লেবাননের নির্বাচনে জয়ের পথে হিজবুল্লাহ ও মিত্ররা

লেবাননের নির্বাচনে জয়ের পথে হিজবুল্লাহ ও মিত্ররা

শেয়ার করুন

_101196008_mediaitem101196007বিশ্বসংবাদ ডেস্ক :

নয় বছরের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জিততে যাচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ ও তাদের রাজনৈতিক মিত্ররা। যদিও সংবিধান অনুযায়ী শিয়া মতাবলম্বী হওয়ার কারণে তারা সরকার গঠন করতে পারবে না।

রয়টার্স জানায়, রোববারের নির্বাচনে ১২৮ আসনের সংসদে হিজবুল্লাহ ও তাদের মিত্ররা মিলে অন্তত ৬৭ আসন পেতে যাচ্ছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২০১২ সাল থেকে আরও শক্তিশালী হয়ে উঠেছে।

সিরিয়া ও ইরাকে ইরানের মিত্রদের হয়ে লড়াই করতে নিজেদের যোদ্ধা পাঠিয়েছে ওই গোষ্ঠীটি। ২০০৯ সালে লেবাননে সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। চার বছরের ব্যবধানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটির নির্বাচনি আইনে সংস্কারের কারণে এতদিন পর নির্বাচন অনুষ্ঠিত হলো।

অনানুষ্ঠানিক ফল অনুসারে, সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি পরাজিত হলেও তিনিই সরকার গঠন করবেন। কারণ দেশটির সংবিধান অনুযায়ী লেবাননের প্রধানমন্ত্রীকে একজন সুন্নি হতে হবে।