নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছেন এরদোয়ান

নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছেন এরদোয়ান

শেয়ার করুন

turkey-president-erdoganবিশ্বসংবাদ ডেস্ক :

তুরস্কে আগামী মাসে অনুষ্ঠিতব্য আগাম নির্বাচনে দলের ইস্তেহার ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সীমান্ত সন্ত্রাসীদের দখলমুক্ত করতে তিনি নতুন করে সামরিক অভিযানের কথা উল্লেখ করেন তার ইশতেহারে।

নির্ধারিত সময়ের এক বছর আগে আগামী ২৪ জুন দেশটির প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের দিন ধার্য্য করা হয়েছে। ইসতানবুলে রোববার ক্ষমতাসীন এ কে পার্টির এক জনসভায় দেয়া ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন,সীমান্ত বরাবর আগে পরিচালিত ইউফ্রেটিস শিল্ড ও অলিভ ব্রাঞ্চের মতো সামরিক অভিযান পরিচালনা করবে তুরস্ক।

২০১৬ সালের আগস্ট থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত সিরিয়ার আইএস ও কুর্দিস গেরিলাদের লক্ষ্য করে অভিযান চালানো হয়। আর এ বছরের গোড়ার দিকে দ্বিতীয় অভিযান চালানো হয় উত্তর পশ্চিমাঞ্চলীয় সিরিয়ার আফরিনে মার্কিন মদদ পুষ্ট ওয়াই পি জি গেরিলাদের বিরুদ্ধে।