রোহিঙ্গা সংকট সমাধানে কমিশন গঠন করবে মায়ানমার

রোহিঙ্গা সংকট সমাধানে কমিশন গঠন করবে মায়ানমার

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে প্রধান করে রোহিঙ্গা সমস্যার সমাধানে একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে মিয়ানমার।

1415384880955বুধবার বিবিসি জানিয়েছে, এই কমিশন গঠনের মাধ্যমে রোহিঙ্গাদের প্রতি অং সান সুচির মনোভাবের পরিবর্তন ঘটেছে। তবে সরকারের এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়েছেন।

নতুন এই কমিশন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে চলমান সংকট নিয়েও কাজ করবে কিনা তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি।

অনেক আগে থেকেই মিয়ানমারে মুসলিম রোহিঙ্গারা নির্যাতিত। রাখাইন রাজ্যের এই সম্প্রদায়ের ওপর অনেক অত্যাচার নির্যাতন করেছে বৌদ্ধরা। এমনকি রোহিঙ্গা শব্দটি ব্যবহারেও মিয়ানমার সরকারের আপত্তি রয়েছে।

ক্ষমতায় আসার পরও স্পষ্ট করে রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনে কথা বলেননি গণতন্ত্রপন্থি নেত্রী সুচি। তবে এই কমিশন গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে জাতিসংঘ।

বিভিন্ন সময়ে সহিংসতার মুখে পালিয়ে সীমান্ত পার হয়ে রোহিঙ্গাদের অনেকেই বাংলাদেশে এসে বসবাস করছেন।