বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি পুন:নির্মাণের প্রতিশ্রুতি ওবামার

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি পুন:নির্মাণের প্রতিশ্রুতি ওবামার

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

বন্যায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার ব্যাটন রুজ এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় তিনি স্থানীয়দের বাড়িঘর পুন: নির্মানের জন্য অর্থ সাহায্য দেয়ার প্রতশ্রুতি দিয়েছেন।

নিহত ও আহতদের জন্য শোক প্রকাশ করেন ওবামা। দেরীতে পরিদর্শনে যাওয়ায় সমালোচনার মুখে ওবামা তার এ সফরে দুর্যোগ পুনরুদ্ধার কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।

la-1471982914-snap-photo

গত ১৪ আগস্ট থেকে শুরু হওয়া ঝড়-বন্যা-প্লাবনে সেখানে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় ৬০ হাজারের মতো ঘরবাড়ি। গৃহহীন হাজার হাজার মানুষ। এখন পর্যন্ত এক লাখ ৬ হাজার মানুষ কেন্দ্রীয় সরকারের কাছে ত্রাণ সহায়তার আবেদন জানিয়েছেন।

এছাড়া দুই কোটি ডলার পরিমাণ অর্থ বিতরণ করা হয়েছে। এরপর তিনি দুর্বৃত্তের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তা অ্যাটলন স্টারলিংয়ের পরিবারের সঙ্গে সাক্ষাত করেন।