রোহিঙ্গা ইস্যুতে এবার জাতিসংঘে সর্বোচ্চ সক্রিয় হচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা ইস্যুতে এবার জাতিসংঘে সর্বোচ্চ সক্রিয় হচ্ছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

Burnicutনিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গা ইস্যুতে এবার জাতিসংঘে সর্বোচ্চ মাত্রায় সক্রিয় হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব শহিদুল হকের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট।  তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর কঠোর চাপ তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র

বার্নিকাট জানান, জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদ অধিবেশনে, রোহিঙ্গা ইস্যুতেই মূল আলোকপাত করবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, সাধারণ পরিষদের পাশাপাশি যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদেও রোহিঙ্গা ইস্যুকে প্রাধান্য দেবে। পর্যায়ক্রমে সভাপতি বদলের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র আর কিছুদিন পর নিরাপত্তা পরিষদে সভাপতিত্বের দায়িত্ব পাবে। সে সময় রোহিঙ্গা ইস্যু নিয়ে চাপ তৈরি করা সহজ হবে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।