সার্ক দেশগুলোর নির্বাচন কমিশনারদের সঙ্গে পরামর্শ করবে ইসি

সার্ক দেশগুলোর নির্বাচন কমিশনারদের সঙ্গে পরামর্শ করবে ইসি

শেয়ার করুন

FEMBOSAনিজস্ব প্রতিবেদক :

আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সার্ক দেশগুলোর নির্বাচন কমিশনারদের সঙ্গে পরামর্শ করবে ইসি। বুধবার সকালে সার্ক দেশগুলোর নির্বাচন কমিশনারদের সম্মেলনে এ কথা জানানো হয়।

রাজধানীর একটি হোটেলে সার্কভুক্ত ৮ দেশের প্রধান নির্বাচন কমিশনারদের সংগঠন ‘ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়া- ফেম্বোসা-এর ৯ম এ সম্মেলন উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, ভালো নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অভিজ্ঞতা বিনিময়ই দু’দিনব্যাপী এ সম্মেলনটির উদ্দেশ্য। আলোচনার বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনার আগামী নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন- ইভিএম-এর ব্যবহারে তাড়াহুড়া না করা এবং এ ব্যাপারে জনগণকে বোঝানোর পরামর্শ দেন।