যুক্তরাষ্ট্রের হামলা মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ শ্যাভেজের

যুক্তরাষ্ট্রের হামলা মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ শ্যাভেজের

শেয়ার করুন

বিদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলায় এবার সেনাবাহিনীকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। সম্ভাব্য হামলার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী সপ্তাহে ‘সিভিক-মিলিটারি’ মহড়ার ঘোষণাও দিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো।

বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদরিনো বলেন, প্রেসিডেন্ট মাদুরো সেনাবাহিনীকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশ পেয়ে তারা নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার কাজ শুরু করেছেন।

এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভাষণে বলেন, ভেনেজুয়েলার বামপন্থি সরকার উৎখাতে তারা সামরিক পদক্ষেপের সম্ভাবনা বাদ দিচ্ছেন না। তিনি বলেন, মাদুরো ভেনেজুয়েলাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন। ট্রাম্পের ওই বক্তব্যের পর ভেনেজেুয়েলায় বিক্ষোভ করেছে কয়েকটি রাজনৈতিক দল।