যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় জরুরি অবস্থা জারি

শেয়ার করুন

_91334631_b09472f3-c7e7-4f3f-9cc0-bdfde3bb844f

বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার জেরে দ্বিতীয় দিনের বিক্ষোভের মধ্যে নর্থ ক্যারোলাইনায় সারলট শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিবিসি জানায়, কৃষ্ণাঙ্গ হত্যার জেরে চলা বিক্ষোভে চলছে পুলিশের সঙ্গে আরেক কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর এই জরুরি অবস্থার ঘোষণা দেন রাজ্যটির গভর্নর। সেখানে এরইমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে।
_91334687_0aeb96f5-6726-4acf-8b5e-3c083adf2e61রাতভর বিক্ষোভে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে না পেরে সেখানে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে ৪৩ বছরে বয়েসি ল্যামন্ট স্কট নামের একজন কৃষ্ণাঙ্গ প্রাণ হারান। এর পরপরই বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। গুলিবিদ্ধ অবস্থায় একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
_91334685_76111e89-5c07-43d1-9501-71f7b61ec5eeপুলিশের দাবি, গুলি করার আগে বেশ কয়েকবার তাকে তার অস্ত্র ফেলে দেন সতর্ক করা হয়।  কিন্তু নির্দেশ অমান্য করায় তাকে গুলি করতে বাধ্য হয় পুলিশ। তবে স্কটের পরিবার এ দাবি অস্বীকার করেছে।

_91334683_d62341f3-67df-4748-a506-0caafb2ced13