পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা অসম্ভব : ভারত

পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা অসম্ভব : ভারত

শেয়ার করুন

capture
বিশ্বসংবাদ ডেস্ক :

হাতে বন্দুক রেখে পাকিস্তান ভারতের সঙ্গে শান্তি সংলাপ করতে চায়। তাই পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা অসম্ভব বলে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বক্তব্যের প্রতিবাদে এই প্রতিক্রিয়া জানায় ভারত সরকার।

_91332420_gettyimages-609521486বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে দেওয়া ভাষণে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাষণের পর এক সংবাদ সম্মেলনে ভারতের জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী এম জে আকবর এ কথা বলেন। জাতিসংঘে দেওয়া ভাষণে নওয়াজ শরীফ পাকিস্তান আন্তর্জাতিক জঙ্গিবাদের ‘প্রধান শিকার’ বলে দাবি করেন। এসময় তিনি জানান, পাকিস্তানের বহু সেনা সন্ত্রাসবাদ প্রতিরোধ করতে গিয়ে শহিদ হয়েছেন।

এদিকে এর আগে যুক্তরাষ্ট্রের দুই পার্লামেন্ট সদস্য টেড পো  ও  ডানা রোহরাবেকার পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ ঘোষণার প্রস্তাব দিয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপন করেন। এই প্রেক্ষাপটেই জঙ্গিবাদ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন নওয়াজ। এসময় জঙ্গিবাদ মোকাবেলায় ‘জার্ব ই আজাব’ অপারেশন পাকিস্তানে চালিয়ে যাচ্ছে বলে মনে করয়ে দেন নওয়াজ।