সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৭

সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৭

শেয়ার করুন

 

বরিশাল প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। এসময় আরো ৪টি মরদেহ উদ্ধার করা হয়। এতে মৃত্যের সংখ্যা বেড়ে ১৭ দাড়িয়েছে। এখনো ৯ জন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার সকাল  সাড়ে ৬টা নাগাদ আবারও উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ নির্ভীক ও বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী দল। উদ্ধার কাজে নৌ বাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিরাও অংশ নিয়েছেন। উদ্ধারকাজে বিলম্ব হওয়ায় দুর্ঘটনাস্থলে ভিড় করা মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

পুলিশ জানায়, বুধবার বেলা ১২টার দিকে বানারীপাড়া থেকে ‘এমএল ঐশী’ নামের লঞ্চটি ৬০ জন যাত্রী নিয়ে উজিরপুর যাচ্ছিল। সন্ধ্যা নদীর দাশেরহাটের মসজিদবাড়ি পয়েন্টে ঘাটে যাত্রী ওঠানোর সময় কাত হয়ে লঞ্চটি ডুবে যায়।

পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা বুধবার নারীসহ ১৩ জনের মৃতদেহ উদ্ধার করে। এর বৃহস্পতিবার সকালে আবারও উদ্ধার কাজ শুরু করার পর আরও ৪ মৃতদেহ পাওয়া যায়।