যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার পর সর্বোচ্চ সতর্কতা জারি

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার পর সর্বোচ্চ সতর্কতা জারি

শেয়ার করুন

_96167755_reu2বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার পর দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গত সোমবার ম্যানচেস্টারে ওই আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হন।

এরপরই যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার সতর্কতা বাড়িয়ে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া হয়। দেশটিতে এই মাত্রাকে বলা হয়- সঙ্কটপূর্ণ স্তর, যার অর্থ – যে কোনো সময় আবারও হামলা হতে পারে।

বিবিসি জানায়, এর আগে মাত্র দুইবার যুক্তরাজ্য জুড়ে এই স্তরের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রীয় থেরেসা মে এরই মধ্যে আরো হামলার আশঙ্কার কথা জানিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন। হামলায়  সন্দেহভাজন বোমা হামলাকারী সালমান আবেদিনের সঙ্গে আর কেউ ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হতে না পারায় এই সিদ্ধান্ত।

এদিকে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানগুলোর নিরাপত্তায় সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। পাবলিক ও জনসমাগম হয়- এমন অনুষ্ঠানগুলোর নিরাপত্তায় পুলিশের সহায়তায় সামরিক বাহিনীকে নামানো হতে পারে বলে সংশ্লীষ্টরা জানায়।