ভ্যাটিকানে পোপের সঙ্গে সাক্ষাত করলেন ডোনাল্ড ট্রাম্প

ভ্যাটিকানে পোপের সঙ্গে সাক্ষাত করলেন ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন

_96188254_e959a8a9-26e5-4ebd-a388-bcaa273238d4বিশ্বসংবাদ ডেস্ক :

খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যক্তিগত ওই বৈঠক সর্বোচ্চ ২০ মিনিট স্থায়ী হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, বড় মেয়ে ইভানকা এবং জামাই জ্যারেড কুশনার। সাক্ষাতে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন পোপ ও ট্রাম্প।trযদিও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্যের প্রেক্ষিতে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য তৈরি হয় পোপের। বিশেষ করে অভিবাসন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার জন্য। এরপর ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা ও প্রধানমন্ত্রী পাওলো জেন্তিলোনির সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে ট্রাম্পের।

এর আগে বুধবার তিনি ইতালি পৌঁছান। সফরের পরবর্তী ভাগে ব্রাসেলসে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে সামরিক জোট ন্যাটোর সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে, সৌদি আরব ও ইসরায়েল সফর করেন যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।