মার্কিন বাজেট: পরিবেশ খাত ও বৈদেশিক অনুদানে বরাদ্দ কমছে

মার্কিন বাজেট: পরিবেশ খাত ও বৈদেশিক অনুদানে বরাদ্দ কমছে

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেটে, পরিবেশ খাত ও বৈদেশিক অনুদানে বরাদ্দ ব্যাপকভাবে কমানোর কথা বলা হয়েছে।

বাজেটে অভ্যন্তরীণ সেবা খাতে বরাদ্দ কমাতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এর বিপরীতে সামরিক খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলেছেন তিনি। এবারের বাজেটে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের জন্য, মোটা অঙ্কের বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত এই বাজেটে, বরাদ্দ কমানোর তালিকায় রয়েছে পরিবেশ সুরক্ষা সংস্থা ও পররাষ্ট্র দপ্তর। এছাড়া প্রায় ১৯টি স্বাধীন সংস্থার তহবিলও কমানোর প্রস্তাব করা হয়েছে। ট্রাম্পের প্রস্তাবিত বাজেট কার্যকর হবে চলতি বছরের পয়লা অক্টোবর থেকে। তবে প্রস্তাবিত বাজেটকে কংগ্রেসে পাস করাতে হবে।