রাঙ্গামাটিতে বসতঘরের উপর পাহাড় ধসে তিনজন নিহত

রাঙ্গামাটিতে বসতঘরের উপর পাহাড় ধসে তিনজন নিহত

শেয়ার করুন

রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটি শহরে কলেজ গেইট এলাকায় একটি বসতঘরের উপর পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে তিনজন নিহত ও মোঃ ফারুক নামে একজন আহত হয়েছে। নিহতরা হলেন বসতবাড়ির মালিক শামসুল আলম , নির্মাণ শ্রমিক কালু মালাকার ও মোঃ হানিফ।

বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার সময় কলেজ গেইট এলাকায় একটি সেমি পাকা এই বসত ঘরের  দেয়াল নির্মাণ কাজ চলার সময় পাহাড়ের মাটি ধ্বসে ভবনের মালিকসহ নিহতরা মাটি চাপা পরে। খবর পেয়ে সেনাবাহিনী-ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয় জনগণ উদ্ধার কাজ চালিয়ে মাটিচাপা থেকে দুইজনকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ রাঙ্গামাটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক গোলাম মোস্তফা জানিয়েছেন, অবচেতনভাবে বসতঘরের পাশে পাহাড়ের মাটি কেটে দেয়াল নির্মাণ করার কারণে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে করে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে উদ্ধারকর্মীরা মাটির নীচ থেকে চাপা অবস্থায় তিনজনকে উদ্ধার করে। তিনি জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

ঘটনাস্থলে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।