মধ্যরাতে জঙ্গি হামলায় কেঁপে উঠল কাবুল

মধ্যরাতে জঙ্গি হামলায় কেঁপে উঠল কাবুল

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি সামরিক সদস্যদের একটি ঘাঁটিতে ট্রাকবোমা হামলা চালিয়েছে তালেবানরা। এতে ২ জনের মৃত্যু হয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে।

রোববার মধ্যরাতে, নর্থগেট হলের কাছে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তালেবান দাবি করেছে, বোমা হামলার পর ভারী অস্ত্র নিয়ে তাদের চার যোদ্ধা নর্থগেট হল এলাকায় লড়াই করছে।

সংঘর্ষে এক পুলিশ ও এক হামলাকারী নিহত হওয়ার খবর করেছে বিভিন্ন সূত্র। তবে তালেবান নেতারা বলছে, হামলায় প্রায় অর্ধশত লোক নিহত ও আহত হয়েছে। এদিকে, হামলার পরপর কাবুলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ও বাগরাম বিমানঘাঁটিতে যাওয়ার পথও বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। সম্প্রতি কাবুলে আইএসের বোমা হামলায় ৮০ জন মারা যায়। এ ঘটনায় আহত হয় দুই শতাধিক।

ধারণা করা হচ্ছে, কাবুলে নিজেদের অবস্থান আরো মজবুত করতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আইএস ও আল কায়েদা।