ছিটমহল দিবস: পরিবর্তনের আশায় ছিটমহলবাসীরা

ছিটমহল দিবস: পরিবর্তনের আশায় ছিটমহলবাসীরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময়ের এক বছর পূর্তি আজ (সোমবার)। গত বছরের এই দিনে শুরু হয় ছিটমহলবাসীদের নতুন জীবন-নতুন পরিচয়।

বাংলাদেশের ভেতরে থাকা ছিটমহলগুলোতে সরকারের নেয়া উন্নয়ন কর্মকান্ডে বদলাতে শুরু করে ছিটমহলবাসীর জীবনমান।

গত বছর পহেলা আগস্টের প্রথম প্রহরে মোমের আলো জ্বেলে ৬৮ বছরের বন্দী জীবনের অবসান ঘটায় বাংলাদেশের ভেতর ভারতের ১১১ টি এবং ভারতের ভেতর থাকা বাংলাদেশের ৫২ টি ছিট মহলের বাসিন্দারা। এরপর থেকেই  উন্নয়নের আলোতে এগিয়ে চলা ছিটমহলবাসী পায় নাগরিকত্ব, নতুন পরিচয় ও নতুন ঠিকানা।

অভিনন্দন জানাতে-ছিটমহলবাসীর সাথে মতবিনিময় করতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

কুড়িগ্রামের ছিটমহলে বিদ্যুৎ সংযোগ, পাকা সড়কের পাশাপাশি প্রতিষ্ঠিত হতে থাকে স্কুল, মাদ্রাসাসহ নানা প্রতিষ্ঠান। সেই সঙ্গে প্রক্রিয়া চলছে ন্যাশনাল আইডি কার্ড দেয়ারও।

বিভিন্ন উন্নয়নের পাশাপাশি বছর পূর্তির এই দিনে প্রকাশ করা হচ্ছে ছিটমহলবাসীদের খসড়া ভোটার তালিকা।

লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহলের সংখ্যা ৫৯টি। উন্নয়নবঞ্চিত এসব এলাকায় সরকারের নেয়া নানা পদক্ষেপে অনেকে স্বাবলম্বী হলেও প্রত্যাশিত উন্নয়ন না হওয়ায় হতাশ কেউ কেউ।

৬৮ বছরের বন্দী জীবনের অবসান ঘটলেও এখনো অর্থনৈতিক ও সামাজিক মুক্তি মেলেনি নীলফামারীর সদ্য বিলুপ্ত চারটি ছিটমহলের মানুষের। বিগত এক বছরের বাড়িতে বিদ্যুৎ সংযোগ, একটি স্যানিটারী লেট্রিন আর একটি টিউবয়েল ছাড়া তেমন কিছু ভাগ্যে জোটেনি  বলে অভিযোগ তাদের।