একমাসেও নিহত জঙ্গিদের লাশের খোঁজ নেয়নি পরিবার

একমাসেও নিহত জঙ্গিদের লাশের খোঁজ নেয়নি পরিবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

মৃত্যুর পরও তাদের প্রতি পরিবার ও সমাজের চরম ঘৃণা। তাই গুলশান হামলায় নিহত জঙ্গিদের লাশের কোন খোঁজ নেয়নি পরিবারগুলো। এমনকি এ বিষয়ে তারা কথাও বলতে চায়না।

গত ১লা জুলাই গুলশানের হলি আর্টিজান রোস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ২ পুলিশ কর্মকর্তা, ৩ বাংলাদেশি ও ১৭ বিদেশিসহ ২২ জনকে নির্মমভাবে হত্যা করা হয়।

পরে যৌথবাহিনীর অপারেশনে (ঠান্ডারবোল্টে) ৫ জঙ্গিসহ ৬ জন নিহত হয়েছে। জঙ্গি হামলা চালানো জঙ্গিদের লাশের ডিএনএ, ভিসেরা পরীক্ষাসহ প্রয়োজনীয় সব কাজ শেষ করেছে পুলিশ। তবে লাশগুলো এখনও পড়ে আছে সম্মিলিত সামরিক হাসপাতাল মর্গে (সিএমএইচ-এ)।

সন্তানদের ঘৃণ্য কাজের জন্য অনেকটাই লজ্জিত পরিবারগুলো। এ ব্যাপারে তারা গণমাধ্যমকে অনেকটাই এড়িয়ে চলছেন। তবে বিভিন্ন সময়ে সন্তানদের এমন কর্মকাণ্ডের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন পরিবারগুলো।

ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি মাসুদুর রহমান বলেন, গুলশান হামলায় নিহত জঙ্গিদের পরবিারগুলো লাশের ব্যাপারে এখনও কোন যোগাযোগ করেনি।

পরিবার লাশ না নিলে বেওয়ারিশ হিসেবে এগুলো দাফনের দায়িত্ব পাবে আঞ্জুমান মফিদুল ইসলাম।