‘ভিক্স নার্ভ এজেন্ট’ ব্যবহার করে কিম জং ন্যামকে হত্যা

‘ভিক্স নার্ভ এজেন্ট’ ব্যবহার করে কিম জং ন্যামকে হত্যা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামকে হত্যায় ‘ভিক্স নার্ভ এজেন্ট’ নামের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে বলে দাবি করছে মালয়েশিয়া।

মালয়েশীয় তদন্ত কর্মকর্তাদের উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, কিমের মুখে ওই ‘ভিএক্স’-এর আলামত মিলেছে। ব্যবহৃত ওই স্নায়ু রাসায়নিককে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র হিসেবে দেখা হয়ে থাকে।

মালয়েশিয়ার রাসায়নিক বিভাগের পরীক্ষা-নিরীক্ষায় এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে, ন্যামের মুখে বিষাক্ত কেমিক্যাল স্প্রে করে হত্যা করে দু’জন নারী। ওই হত্যাকাণ্ডে প্রথম থেকেই সন্দেহের তীর উত্তর কোরিয়ার দিকে।

তবে পিয়ংইয়ং সেই দাবি প্রত্যাখ্যান করে আসছে। বুধবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে মালয়েশীয় পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক পর্যন্ত চার জন উত্তর কোরীয় নাগরিকের নাম সামনে এসেছে। তাদের মধ্যে তিনজন মালয়েশিয়ায় রয়েছেন এবং চতুর্থ সন্দেহভাজন পিয়ংইয়ং ফিরে গেছেন।