পিলখানার ঘটনায় আরও উচ্চ পর্যায়ের তদন্ত চায় বিএনপি

পিলখানার ঘটনায় আরও উচ্চ পর্যায়ের তদন্ত চায় বিএনপি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বিডিআর বিদ্রোহের ঘটনায় আরো উচ্চ পর্যায়ের তদন্ত চেয়েছেন বিএনপি। রাজধানীতে দুটি পৃথক অনুষ্ঠানে এই ঘটনার তদন্ত নিয়ে নিজেদের অবস্থান জানায় দলটি।

শুক্রবার সকালে গ্যাসের মূল্য বৃদ্ধি ও শোকাবহ বিডিআর বিদ্রোহের আট বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ দাবি জানান। এছাড়া গ্যাসের মূল্য সরকার অযোক্তিক ভাবে নির্ধারন করেছে উল্ল্যেখ করে নুতন মূল্য কার্যকর করা হলে কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষনা দেন রিজভী।

এদিকে ভিন্ন আরেক অনুষ্ঠানে দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, গ্যাসের মূল্য বাড়ানোয় সরকার কড়া সমালোচনা করেন। এই বিএনপি নেতাও মনে করেন, বিডিআর বিদ্রোহের পেছনের রহস্য এখনো উদঘাটন হয়নি। তাই ক্ষমতায় গেলে বিডিআর বিদ্রোহের ঘটনার ফের তদন্ত করা হবে বলেও জানান নোমান।