ইটালিতে শুরু হয়েছে ‘মিলান ফ্যাশন উইক’

ইটালিতে শুরু হয়েছে ‘মিলান ফ্যাশন উইক’

শেয়ার করুন

landscape-1456788185-dolce-gabbana-milan-best-looks-2016-fallএটিএন টাইমস ডেস্ক:

নিউইয়র্ক লন্ডন ঘুরে ফ্যাশনের বর্ণাঢ্য কাফেলা এসে পৌঁছেছে মিলানে। বিভিন্ন দেশের খ্যাতিমান ডিজাইনাররা এই ফ্যাশন ক্যাপিটালে হাজির হয়েছেন ফল-উইন্টার ২০১৭-২০১৮ কালেকশন নিয়ে। ডানাকাটা সুপারমডেলরা তুলে ধরছেন এসব কালেকশন।

c8795465c1acb7e386d159c5594c8c76২০১৭-২০১৮-র ফল-উইন্টার কালেকশন নিয়ে মিলান সরগরম ফ্যাশন মহোৎসবে। চলছে মিলান ফ্যাশন উইক। সূচনা দিনের উপস্থাপনায় বিশেষ আকর্ষণ ছিল ইতালিয়ান ফ্যাশন হাউজ গুচির কালেকশন। পোশাকে ফুটে উঠেছে ফুল, পোকামাকড় ও প্রাণীর অবয়ব।

এই পোশাক তৈরিতে নেতৃত্ব দিয়েছেন আলেসান্দ্রো মিশেল। ২০১৫ সাল থেকে গুচির ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্ব রয়েছেন তিনি।বুধবার শুরু হওয়া মিলান ফ্যাশন উইক চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। বৃহস্পতিবার গুচি ছাড়াও বসন্ত/শীতের কালেকশান তুলে ধরে আরো কয়েকটি ফ্যাশন হাউস।