ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইইউ’র বিরুদ্ধে মামলা করার পরামর্শ ট্রাম্পের

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইইউ’র বিরুদ্ধে মামলা করার পরামর্শ ট্রাম্পের

শেয়ার করুন

454বিশ্বসংবাদ ডেস্ক :

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন, ব্রেক্সিটের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ইউনিয়নের সঙ্গে আলোচনার পথে না গিয়ে, তার মামলা করে দেয়া উচিত।

রোববার বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে এই মন্তব্য করেন থেরেসা মে। শুক্রবার লন্ডনে যৌথ এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ব্রেক্সিট ইস্যুতে তিনি থেরেসা মেকে পরামর্শ দিয়েছেন। তবে কি পরামর্শ দিয়েছেন, তা স্পষ্ট করেননি। ওই বিষয়টি নিয়ে বিবিসি’র প্রতিবেদক জানতে চাইলে, ট্রাম্পের পক্ষ থেকে মামলার পরামর্শ দেয়ার কথা জানান থেরেসা মে।

পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে বিবিসির প্রতিবেদক জানতে চান, ট্রাম্পের পরামর্শকে কিভাবে মূল্যায়ন করবেন। উত্তরে থেরেসা মে জানিয়ে দেন, এটি কার্যকর করা সম্ভব নয়। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিষয় নিয়ে বর্তমানে দুপক্ষের মধ্যে আলোচনা চলছে।