সিনেটরদের নিষেধ সত্ত্বেও পুতিনের সঙ্গে বৈঠকে অনড় ট্রাম্প

সিনেটরদের নিষেধ সত্ত্বেও পুতিনের সঙ্গে বৈঠকে অনড় ট্রাম্প

শেয়ার করুন

_102523627_hi047816154বিশ্বসংবাদ ডেস্ক :

সিনেটরদের নিষেধ সত্ত্বেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার শীর্ষ ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে চিঠি দিয়ে পুতিনের সঙ্গে বৈঠক বাতিলের আহ্বান জানান।

মার্কিন বিচার বিভাগীয় তদন্ত কমিটি স্পেশাল কাউন্সিলের তদন্তে ১২ রুশ গোয়েন্দা অভিযুক্ত হয়। তারা ডেমোক্র্যাট দলের ওয়েবসাইট এবং প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাক করেছিল বলে তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে। এর একদিন পরই ডেমোক্র্যাট সিনেটররা পুতিনের সঙ্গে বৈঠক বাতিলের দাবি জানালেন।

কিন্তু সিনেটরদের নিষেধ সত্বেও পুতিনের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তে অনঢ় রয়েছেন ট্রাম্প। আগামি সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একান্ত বৈঠক করার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। ট্রাম্পকে লেখা চিঠিতে পুতিনের নীতির বিরোধিতা করার আহ্বান জানানো হয়।