বিষক্রিয়ায় ১৫ থেকে ২০ মিনিটেই মৃত্যু হয় ন্যামের

বিষক্রিয়ায় ১৫ থেকে ২০ মিনিটেই মৃত্যু হয় ন্যামের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

কুয়ালালামপুর বিমানবন্দরে রাসায়নিক ভিএক্স এর ক্রিয়ায়, ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই প্রাণ হারিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-ন্যাম।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুব্রামানিয়াম সত্যশিব এই তথ্য জানিয়ে বলেছেন, ন্যামকে খুবই উচ্চমাত্রায় ভিএক্স দেওয়া হয়েছিল। এতেই ব্যথায় দ্রুত তার মৃত্যু ঘটে। ন্যামের দেহের ময়নাতদন্ত থেকে এমন তথ্য পাওয়ার দাবি করেন তিনি। সত্যশিব আরও জানান, ন্যামের শেষ মুহূর্তগুলো খুবই ‘যন্ত্রণাদায়ক’ ছিল।

ক্লিনিকে তিনি অচেতন হয়ে পড়েছিলেন। এরপর হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্স থেকে বের করার সময়, তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কোনও প্রতিষেধক দিয়েই এত উচ্চমাত্রার বিষক্রিয়া প্রতিহত করা যেত না।

গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং ন্যামকে বিষপ্রয়োগে হত্যা করা হয়। মালয়েশিয়া থেকে ম্যাকাও যাওয়ার জন্য বিমানবন্দরে দাঁড়িয়ে থাকার সময়, দু’জন নারী তার মুখে বিষাক্ত কেমিক্যাল স্প্রে করেন।