লিটন খুনে কাদের খানের সম্পৃক্ততায় ক্ষুব্ধ ও হতাশ সুন্দরগঞ্জের মানুষ

লিটন খুনে কাদের খানের সম্পৃক্ততায় ক্ষুব্ধ ও হতাশ সুন্দরগঞ্জের মানুষ

শেয়ার করুন

গাইবান্ধা প্রতিনিধি :

মনজুরুল ইসলাম লিটনকে খুনের ঘটনায় সাবেক এমপি কাদের খানের সম্পৃক্ততায় ক্ষুব্ধ এবং হতাশ সুন্দরগঞ্জের মানুষ। ভালোমানুষের আড়ালে তার এমন রূপে হতবাক তারা। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তারা।

গাইবান্ধার সুন্দরগঞ্জের পশ্চিম ছাপড়হাটির কাদের খানের গ্রামের বাড়িতে  গণমাধ্যম-কর্মীরা গেলেই এখন কৌতূহলী মানুষের ভিড় জমে। খান পরিবার হিসেবে পরিচিত সম্ভ্রান্ত পরিবারের এ সদস্যের কর্মকাণ্ডে লজ্জিত তারা। কাদের খান কেনো এ ঘটনা ঘটালেন নিয়ে  এ নিয়ে প্রশ্ন তার ছোট ভাইয়ের স্ত্রীরও।

সুন্দরগঞ্জ এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় কাদের খানের যাতায়াত খুব কম ছিল। এমনকি নিজ দল জাতীয় পার্টির এলাকার নেতাদের সঙ্গেও তার যোগাযোগ ছিল না।

অভিযোগ আছে, ২০০৮-এর নির্বাচনে জাতীয় পার্টির স্থানীয় নেতাদের হটিয়ে টাকার বিনিমেয় মনোনয়ন পেয়ে মহাজোটের প্রার্থী হিসেবে এমপি হন। অবশ্য ২০১৪ সালের নির্বাচনে মনজুরুল ইসলাম লিটনের কাছে শোচনীয়ভাবে হারেন।