পেরুতে বন্যায় পানিবন্দি হাজারো মানুষ

পেরুতে বন্যায় পানিবন্দি হাজারো মানুষ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

পেরুর রাজধানী লিমায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। কয়েক সপ্তাহের প্রবল বর্ষণের পর শুক্রবার দেশটিতে এই বন্যা দেখা দেয়। এতে রাজধানীর উপকণ্ঠের অনেক বাড়িঘরের ভিতরে পানি ঢুকে পড়েছে।

এছাড়া গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়া, যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুকজিনস্কি জানান, বন্যার কারণে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। তবে নাগরিকদের উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

এ বছর পেরুতে প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা কেন্দ্র ঘোষণা দেয়ার পর, আাবারো বন্যার কবলে পড়লো পেরু।