হামলার হুমকির পর তাজমহলের নিরাপত্তা জোরদার

হামলার হুমকির পর তাজমহলের নিরাপত্তা জোরদার

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ শহর আগ্রায় অল্প সময়ের ব্যবধানে দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আইএস হুমকির মুখে তাজমহলে জোরদার নিরাপত্তার মধ্যেই আগ্রায় এই বিস্ফোরণ ঘটল।

শনিবার সকালের দিকে ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে একটি ময়লার ডিপোতে, প্রথম বিস্ফোরণ ঘটে। সে সময় পরিচ্ছন্নতা কর্মীরা সেখানে কাজ করছিল। কয়েক মিনিট পর স্টেশনের কাছে, লোকালয়ে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য জানা যায়নি।

এর আগে, আইএস সংশ্লিষ্ট একটি মিডিয়া গোষ্ঠী ‘আহ্ওয়াল উম্মত মিডিয়া সেন্টার’-এর অ্যাপে, তাজমহলে সন্ত্রাসী হামলা চালানোর  হুমকি দেয়া হয়। ওই হুমকির পরপরই তাজমহলের নিরাপত্তা জোরদার করে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিয়মিত পুলিশি টহলের পাশাপাশি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সও মোতায়েন করা হয়। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই পরপর দুটি বিস্ফোরণ ঘটানো হলো আগ্রায়।