পাকিস্তানে মাজারে ফিরে আসছেন সাধকরা, অভিযান চলছে

পাকিস্তানে মাজারে ফিরে আসছেন সাধকরা, অভিযান চলছে

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

আত্মঘাতী বোমা হামলার একদিন পর পাকিস্তানের সিন্ধু প্রদেশে সুফিসাধক লাল শাহবাজ কালান্দারের মাজারে ফিরে আসতে শুরু করেছেন সুফি সাধকরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় শেহওয়ান এলাকার ওই মাজারে আইএস জঙ্গি আত্মঘাতী বোমা হামলা চালালে মারা যায় অন্তত ৮৩ জন। হামলার পর ২৪ ঘণ্টার মতো আলামত সংগ্রহের জন্য মাজারটি বন্ধ রাখা হয়।

এরপর শুক্রবার সন্ধ্যায় কালান্দারের মাজারে ফিরে আসেন অন্তত দেড়শ’ সুফি সাধক। ধুয়ে মুখে ছাপ করা হয় রক্তের দাগ। এরপর সন্ধ্যার প্রার্থনার পর সেখানে জিকির অনুষ্ঠিত হয়েছে।

এদিকে মাজারের বাইরে প্রতিবাদী প্রার্থনায় অংশ নিয়েছেন কয়েক শ’ মানুষ। পুলিশের বিরুদ্ধে নিরাপত্তা গাফলতির অভিযোগ এনেছেন তারা। এদিকে বোমা হামলার পর পাকিস্তান জুড়ে শুরু হওয়া নিরাপত্তা অভিযান এখনো অব্যাহত রয়েছে। এ পর্যন্ত শতাধিক জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা জোরদারে আফগানিস্তানের সাথে দুটি সীমান্ত পথ বন্ধ করে দেয়া হয়েছে।