হিটলারের ব্যবহার করা টেলিফোন নিলামে

হিটলারের ব্যবহার করা টেলিফোন নিলামে

শেয়ার করুন

হিটলার ফোনবিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রে এবার নিলামে উঠতে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের ব্যবহৃত একটি টেলিফোন।

নিলাম প্রতিষ্ঠান আলেক্সান্ডার হিস্টোরিকাল অকশন জানিয়েছে, ম্যারিল্যান্ডের চিসাস্পিক শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামে টেলিফোন সেটটির সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে এক লাখ ডলার।

১৯৫৬ সালে বার্লিন বাঙ্কার থেকে এই লাল রংয়ের টেলিফোনটি উদ্ধার করা হয়। টেলিফোনে হিটলারের নামও খোদাই করা আছে। জার্মানি আত্মসমর্পণ করার পর সোভিয়েত সেনারা এটি ব্রিটিশদের হাতে তুলে দেয়।

ধারণা করা হচ্ছে, টেলিফোনটি দাম তিন লাখ ডলারেরও বেশি হবে। নিলাম কর্মকর্তা বিল প্যানাগোপুলাস বলেছেন, এই টেলিফোন ব্যবহার করেই হিটলার অনেক জায়গায় হত্যার নির্দেশ দিয়েছেন।